আগরতলা, ৩১ অক্টোবর: বিনা চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা জিবি হাসপাতালের চত্বরে স্বামীকে গণধোলাই দিয়েছেন।
ঘটনার বিবড়নে জানা গিয়েছে, গত ৪ বছর আগে রানীরবাজারের বাসিন্দা তাপস পালের সাথে মিতা রানী রদ্রুপালের বিয়ে হয়েছিল।বর্তমানে তাদের দুই সন্তান ও রয়েছে। তাপস পাল পেশায় সবজি বিক্রেতা। মৃতার পরিবারের অভিযোগ, মিতা রানী রদ্রুপাল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। কিন্তু তাকে কোনোরকম চিকিৎসা করা হয়নি। ডাক্তারের পরার্মশ ছাড়াই বাজার থেকে ঔষধ কিনে নিয়ে খাওয়াতেন তার স্বামী। কিন্তু তিন দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি দেখে রানীরবাজার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ সকালে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই সন্তানের জননী। তাতে উত্তেজিত মৃতার পরিবারের সদস্যরা জিবি হাসপাতাল চত্বরে স্বামীকে উত্তম মধ্যম দিয়েছেন।