BRAKING NEWS

অগ্রিম সংরক্ষিত টিকিট ৬০ দিন আগে, ১ নভেম্বর চালু নয়া নিয়ম

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): বদলে যাচ্ছে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা। শুক্রবার, ১ নভেম্বর থেকে ভারতীয় রেলে এই সীমা ১২০ দিন থেকে কমে ৬০ দিন হচ্ছে। অর্থাৎ শুক্রবার থেকে এক্সপ্রেস কিংবা মেল ট্রেনে অগ্রিম টিকিটের রিজার্ভেশন উনন্ডো খুলছে ৬০ দিনের ব্যবধানে। রেলের দাবি, বাতিল হতে চলা সময়সীমার মধ্যে কাটা টিকিটের ২১ শতাংশ ক্যানসেল হচ্ছে ৬০ দিন কিংবা তার বেশি সময় বুকিংগুলি। আরও ৫ শতাংশ যাত্রী যাত্রা না করেও টিকিট বাতিল করছেন না। সবমিলিয়ে বুকিং টিকিটের একটা বড় অংশ সফর করছে না। যার জেরে অসংখ্য যাত্রী কনফার্ম টিকিটের সুযোগ হারাচ্ছেন। এই সমস্যা সমাধানে রেলের নতুন পদক্ষেপ। যদিও বিগত অতীতে বারবার এই সংরক্ষিত টিকিট কাটার সময়সীমা হেরফের করেছে রেল। কিন্তু সার্বিকভাবে তা বিশেষ সহায়ক হয়নি বলে যাত্রীদের অভিযোগ। এবার দেখার ৬০ দিনের নয়া নিয়মে টিকিট প্রাপ্তির সম্ভাবনা বাড়ে কি না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *