জম্মু, ২৯ অক্টোবর (হি.স.): জম্মুর আখনুরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে আরও দুই জঙ্গি। মঙ্গলবার সকাল পর্যন্ত নিকেশ হয়েছে মোট ৩ সন্ত্রাসবাদী। পাশাপাশি এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সোনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে জম্মুর আখনুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। তৎক্ষণাৎ সেনাবাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু, পালিয়ে যেতে সক্ষম হয়নি। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় জঙ্গিদের। সোমবার সকাল থেকেই শুরু হয় এনকাউন্টার। সোমবারই নিকেশ হয়েছিল এক জঙ্গি, পরে আরও দুই জঙ্গি খতম হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে আরও জানানো হয়েছে, সোমবার রাতেও জম্মুর আখনুরে চলে অভিযান, মঙ্গলবার সকালে আবারও গুলির লড়াই শুরু হলে নিকেশ হয়েছে দুই জঙ্গি। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
2024-10-29