ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র সফরে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ২৯ অক্টোবর : ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা এলাকায় আজ ‘কৃষি বিজ্ঞান কেন্দ্র’ (কে ভি কে) পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।এদিনের এই সফর উপলক্ষ্যে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভাও করেন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে স্বসহায়ক দলের পক্ষ থেকে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর বেশ কিছু স্টল খোলা হয়েছিল। রাজ্যপাল এই স্টলগুলোর উদ্বোধন করে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। অনুষ্ঠানে কৃষকদের হাতে  নানা জাতের ফসলের বীজ তুলে দেন রাজ্যপাল|

এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ধলাই হচ্ছে উন্নয়ন প্রত্যাশী জেলা। দেশের পিছিয়ে পড়া জেলাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ‘উন্নয়ন প্রত্যাশী জেলা’  শীর্ষক বিশেষ উন্নয়নমুখী পদক্ষেপ প্রবর্তন করেন। সেই সূত্র ধরে স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, পানীয় জল ইত্যাদি সব ধরনের পরিষেবার নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। ধলাই যেহেতু কৃষি প্রধান জেলা, তাই গ্রামীণ এলাকায় অর্থনৈতিক অগ্রগতির জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, কেন্দ্রের বর্তমান সরকার দেশের অ্যাসপিরেশনাল বা উন্নয়ন প্রত্যাশী জেলাগুলির উন্নয়নে সামগ্রিক ও সর্বাত্মক পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই জেলার কৃষকদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রাজ্যের অন্যান্য জেলায় বা বর্হিরাজ্যে পাঠানোর জন্য রাজ্যপাল কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের পরামর্শ দেন। রাজ্যপাল কৃষি বিজ্ঞান কেন্দ্রে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের স্টল এবং এফপিও স্টল পরিদর্শন করেন।

কৃষি বিজ্ঞান কেন্দ্রে মত বিনিময় সভার উদ্বোধন করে রাজ্যপালশ্রী নাল্লু বলেন, গ্রামীণ এলাকার মানুষের জীবন জীবিকার মানোন্নয়নের সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজকর্ম ওতপ্রোতভাবে জড়িত। কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি কাজে, উদ্যান চর্চায়, হাঁস, মোরগ, শুকর পালনে প্রশিক্ষণের ব্যবস্থা করে। উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে কৃষির উন্নতি ও অধিক ফলনের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ কাজ করছেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ভূমিকানন্দ রিয়াং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ। সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান আধিকারিক অভিজিৎ দেবনাথ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজকর্মের বিষয়ে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন।

তাছাড়াও রাজ্যপাল কৃষক ও স্বসহায়ক দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন। রাজ্যপাল কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন। রাজ্যপাল কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন ইউনিট এবং ফার্মগুলিও পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিধায়ক স্বপ্না দাস পাল, জেলাশাসক সাজু বাহিদ এ, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, রাজ্যপালের যুগ্মসচিব রতন ভৌমিক সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন।