নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দূষণে এমনিতেই নাজেহাল অবস্থা দিল্লিতে। বিগত বেশ কিছু দিন ধরেই দিল্লির বাতাসের গুণগতমান তলানির দিকে। এই পরিস্থিতিতে দিল্লিতে বাজি রুখতে উপ-রাজপাল ভি কে সাক্সেনাকে চিঠি লিখেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। দিল্লি সীমানায় নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী গোপাল রাই।দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই উপ-রাজ্যপালকে লেখা চিঠিতে আহ্বান জানান, অবৈধ আতশবাজি বিক্রি ও বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি দিল্লি পুলিশের দ্বারা আতশবাজি বিক্রেতাদের নিয়মিত পরিদর্শন করার জন্য এবং দিল্লির সীমানায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
2024-10-28

