পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি কার্স্টেন

রাওয়ালপিন্ডি, ২৮ অক্টোবর   (হি.স.) : মাত্র পাঁচ মাস দায়িত্ব পালনের   পর  সোমবার   পাকিস্তানের   ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের   কোচের   পদ ছাড়লেন গ্যারি   কার্স্টেন। কার্স্টেনের   পদত্যাগপত্র গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০২৪ সালের   এপ্রিল মাসে ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্বারা   দুই বছরের   চুক্তি হয়েছিল  কার্স্টেনের সঙ্গে। আগামী মাসে পাকিস্তান দলের সঙ্গে  অস্ট্রেলিয়া সফরে   যাওয়ার কথা ছিল তাঁর। তার   আগেই পাকিস্তান দলের  সাদা বলের   কোচের   পদ ছাড়লেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার   ঘোষণা করেছে যে  নভেম্বর   মাসে অস্ট্রেলিয়ার সাদা বলের সফরে   পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের   কোচ হবেন জেসন গিলেস্পি। গ্যারি   কার্স্টেন তাঁর  পদত্যাগপত্র জমা দেওয়ার পরে    এক্স–এ সেকথা পোস্ট করেছে পিসিবি।