BRAKING NEWS

জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

জঙ্গলে সবজি সংগ্রহ করতে গিয়ে দশদা কাঞ্চনপুর হাঁসাপাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তি। গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ সকালে দশদা কাঞ্চনপুর হাঁসাপাড়ার বাসিন্দা অধিরায় রিয়াং( ৩৮) জঙ্গলে সবজি সংগ্রহ করতে গেলে গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের বক্তব্য, অধিরায়ের পায়ে গুলি লেগেছে। তবে গুলির আওয়াজ শুনেছেন বলে তারা মনে করতে পারছেন না।

এদিকে দশদায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর  করেন। কিন্তু জিবি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এমনটাই হাসপাতালে কর্মরত চিকিৎসক চিরঞ্জীব দেববর্মা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আসার আগেই অধিরায় রিয়াং এর মৃত্যু হয়েছে, কারণ তাকে পরীক্ষা করে পালস খুঁজে পাওয়া যায় নি। এমনকি রক্তচাপও ছিলনা, ফলে ইসিজির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হয়েছে।

ডাক্তার চিরঞ্জীব দেববর্মা বলেন, পায়ে গুলি লাগার কারণে অধিরায়ের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *