ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে রাজ্যের উদীয়মান যোগাসন খেলোয়াড় পরিণীতা রায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পেয়েছে। আন্তর্জাতিক ওই আসরে পরিণীতা আর্টিস্টিক বিভাগে স্বর্ণ পদক জয় করে। এর আগে ট্রেডিশনাল যোগা বিভাগে রৌপ্য জয় করে দেশের ও রাজ্যের নাম উজ্বল করেছে। এর আগে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে ভূপালের ইন্দোরে জাতীয় স্তরে আসরে স্বর্ণপদক লাভ করার সুবাদে পরিণীতা এশিয়া যোগা চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছিল। পরিণীতার এই অনবদ্য সাফল্যে রাজ্য সংস্থার সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সমীর সাহা ও কোচ শম্ভু চক্রবর্তী তাকে অভিনন্দন জানিয়েছেন।
2024-10-25