ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় সিকিম। জাতীয় মহিলা ফুটবলে ভাইটাল ম্যাচে ত্রিপুরাকে ছয় গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার চন্ডিগড়ের সঙ্গে খোশমেজাজে খেলে অন্ততপক্ষে ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে যাবে। ছাড়পত্র ছিনিয়ে নেবে মূল পর্বে খেলার। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা দুইটায় দিনের দ্বিতীয় খেলায় ত্রিপুরাকে ছয় গোলে একপ্রকার হেলায় হারিয়েছে। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও সিকিমের নির্ভরযোগ্য স্ট্রাইকার সিমরান গুরুং একাই চারটি গোল করেছে। খেলা শুরুতে দুই মিনিটের মাথায় প্রথম গোল সিমরানের পা থেকেই। প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে দ্বিতীয় গোল করে লক্ষী তামাং ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে। দ্বিতীয়ার্ধে সিকিমের আরও দৃষ্টিনন্দন খেলা ত্রিপুরাকে বেশ চাপে ফেলে দেয়। ৪৯, ৬২ এবং ৬৯ মিনিটে পরপর তিন গোল সিমরানের পা থেকে। গোল ব্যবধান বেড়ে ৫-০ হয়। অবশেষে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে তথা এক প্রকার ইনজুরি টাইমে প্রিয়া ছেত্রীর একটি গোল চূড়ান্ত ব্যবধান ৬-০ করে। পুরো খেলায় ত্রিপুরার খেলোয়াড়রা একাধিকবার গোলমুখী আক্রমণ রচনা করতে উদ্যত হলেও কার্যত গোল করে ব্যবধান কমিয়ে আনার কোনও সুযোগ পায়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বাল্মী ফাওয়া।