চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর: রামনগর ৮ নম্বর এলাকায় একটি অটো থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। পার্শ্ববর্তী বাড়ির সিসি ক্যামেরায় চুরির ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

শহর জুড়ে থেমে নেই চুরির ঘটনা। বাড়ি ঘরই হোক অথবা রাস্তার পাশে রাখা গাড়ি,সুযোগ পেলেই চোরের দল হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। গতকাল রাতে রামনগর ৮ নং  নিবাসী বিপ্রজিত ঘোষের  অটো থেকে দুই চোর ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। পুরো ঘটনা পাশের বাড়ির সিসি ক্যামেরায় রেকর্ডিং হয়। সেখানে দেখা যায় একটি পালসার বাইক নিয়ে দুই চোর দুবার ঘুরাঘুরির পর গাড়িটির সামনে থেমে সেখান থেকে ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। এখন দেখার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ চোরেদের সনাক্ত করতে পারে কিনা।