বারাণসী, ২০ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে আর জে শঙ্কর চক্ষু হাসপাতালের উদ্বোধন করেছেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চির জগতগুরু শ্রী শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতী। শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই হাসপাতালটি নির্মিত হয়েছে। প্রতি বছর এই হাসপাতালে ৩০ হাজার রোগীর অস্ত্রোপচার সম্ভব হবে। ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটিতে ৯টি অপারেশন থিয়েটার রয়েছে।এরপর তিনি বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং ও পরিবর্ধিত রানওয়ে পরিষেবারও সূচনা করেন। এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে ২ হাজার ৮৭০ কোটি টাকা। একই সঙ্গে তিনি আগ্রা, দ্বারভাঙা এবং বাগডোগরা বিমান বন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই সঙ্গে রেওয়া, অম্বিকাপুর ও সরসোয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধনও করেন।
2024-10-20

