বারাণসী, ২০ অক্টোবর (হি.স.): কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, এরইমধ্যে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বারাণসীতে নিজের সংসদীয় কেন্দ্রে ৬,১০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা যখন আমাকে টানা তৃতীয়বারের মত আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তিনগুণ গতিতে কাজ করব। সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, কিন্তু আমরা ইতিমধ্যে দেশে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করেছি।”কাশীর জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ কাশীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এর আগে, আমি একটি চক্ষু হাসপাতাল (বারানসীতে) উদ্বোধন করেছি। আর জে শঙ্করা চক্ষু হাসপাতাল বয়স্ক এবং শিশুদের অনেক সাহায্য করবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখন বারাণসীতে আসা মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে। কেউ বেড়াতে আসছেন, কেউ ব্যবসার জন্য আসছেন এবং এতে আপনারা লাভবান হচ্ছেন। তাই বাবতপুর বিমানবন্দর আরও সম্প্রসারিত হলে আরও বেশি লাভবান হবেন। আজ এটি নিয়েও কাজ শুরু হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন সারাদেশে আধুনিক মহাসড়ক তৈরি হচ্ছে। নতুন রুটে রেললাইন বসানো হচ্ছে। নতুন নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে। এটি শুধু ইট, পাথর ও লোহার রডের কাজ নয়, এতে মানুষের সুবিধাও বাড়ছে। দেশের তরুণরাও চাকরি পাচ্ছেন।”
2024-10-20

