কুলতলি, ১৯ অক্টোবর (হি.স.) : কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনও বিচার পায়নি পরিবার। অভয়ার মত এই কুলতলি গ্রামের মা লক্ষ্মীও বিচার পায়নি। আর সেই কারণে বিচারের দাবিতে শনিবার বিকেলে কুলতলি ও জয়নগর অভিযানের ডাক দিয়েছে মা লক্ষ্মী বিচার মঞ্চ নামে একটি সংগঠন। মূলত এই সংগঠনে বাম নেতৃত্বরা রয়েছেন। বাম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে আইনজীবী ও বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত লোকেরাও রয়েছেন। রয়েছেন বিভিন্ন পেশার মানুষজন। মূলত বিচারের দাবিতে তাঁরা মা লক্ষ্মীর গ্রামে যাওয়ার ডাক দিয়েছেন। সেই কারণে শনিবার বিকেল তিনটে থেকে জয়নগর থানার মহিষমারি হাটে জমায়েত শুরু করেন তাঁরা। সুজন বলেন, গোটা বাংলা এখন উত্তাল, বিচার চাইতে রাস্তায় নামছেন আমজনতা। এই ধরনের পরিস্থিতি আগে কখন বাংলায় ছিল না। পুলিশ প্রশাসন অপরাধীদের আড়াল করছে, তাঁদের সাহায্য করছে। সবই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে।
2024-10-19

