তমলুক, ১৯ অক্টোবর (হি.স.): রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ও লাগাতার নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার তমলুক থানায় স্মারকলিপি দেয় কংগ্রেস। তমলুক থানায় লিখিত আকারে কংগ্রেসের প্রতিনিধিরা আই সি-র কাছে জমা দেন। কংগ্রেস নেতা এবং কর্মীরা তমলুক থানার গেটের সামনে স্লোগান দিতে শুরু করেন। তমলুক থানার পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে কয়েকজন প্রতিনিধি আই সি-র কাছে গিয়ে প্রতিলিপি জমা দেন।
2024-10-19