ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা এখন শিলং এ। পোলো গ্রাউন্ডে আগামীকাল থেকে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হচ্ছে। প্রতিপক্ষ নবাগত দল সিকিম। জয়ের প্রত্যাশা নিয়েই আগামীকাল মাঠে নামবে মনি শংকর বিক্রম-রা। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মাঠের বদাণ্যতায় চার দিনের ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ায় ব্যাটিং, বোলিং কোনও কিছুই পরখ করে দেখা হলো না। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ-এর দ্বিতীয় রাউন্ডের খেলা। গ্রুপের অপর খেলায় কটকে ওড়িশা খেলবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। মুম্বাইয়ে মহারাষ্ট্র খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। নয়াদিল্লির পালামে সার্ভিসেস ও বরোদা পরস্পরের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য প্রথম রাউন্ডের খেলায় জম্মু-কাশ্মীর ও মহারাষ্ট্রের ম্যাচটি ড্র তে শেষ হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে জম্মু-কাশ্মীর ৩ পয়েন্ট পেয়েছিল। অপর খেলায় সার্ভিসেস ইনিংস সহ ৬৫ রানের ব্যবধানে মেঘালয়কে পরাজিত করেছিল। এছাড়া, বরোদা ৮৪ রানের ব্যবধানে মুম্বাই কে হারিয়েছে। বলা বাহুল্য, পোলো গ্রাউন্ডে এবারের মরশুমে প্রথম ম্যাচ হচ্ছে। মাঠ কেমন আচরণ করে তা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধছে। কেননা পূর্বোত্তরে এই সময়ে মরশুম এবং প্রকৃতি তেমন পক্ষে নেই বলে ক্রিকেট মহলের ধারণা।