BRAKING NEWS

বিহারের সারনে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু বেড়ে ৫, গ্রেফতার কমপক্ষে ৩৭ জন

সারন, ১৭ অক্টোবর (হি.স.): বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারন জেলার মাসরাখ থানার অন্তর্গত ব্রাহিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা তদন্ত শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর, বুধবার। বিষাক্ত মদ খাওয়ার পর দু’জন মারা যান, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ৮ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই মামলায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে, অন্যান্য দিক খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছে।সারনের জেলাশাসক অমন সমীর বলেছেন, “মৃতের আত্মীয়দের একটি অঙ্গীকার নিতে হবে, যে তাঁরা রাজ্য সরকার কর্তৃক আরোপিত মদ নিষেধাজ্ঞার পক্ষে এবং তাঁরা মদের বিরুদ্ধে। যদি মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট নিশ্চিত করে যে, মদ খেয়ে তাঁদের মৃত্যু হয়েছে এবং যদি মৃতদের আত্মীয়রা প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করেন, তবে প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।” এসপি কুমার আশিস বলেছেন, “বিষাক্ত মদের জন্য ৫ জন মারা গিয়েছেন। বিট পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। এসএইচও এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় আমরা ২৫০টি অভিযান চালিয়ে ১৬৫০ লিটার মদ উদ্ধার করেছি। এখন পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *