BRAKING NEWS

আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের খবর নেই, হেল্পলাইন নম্বর জারি 

মালিগাঁও, ১৭ অক্টোবর: ১২৫২০ আগরতলা- লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস যে আগরতলা আজ সকালে দিবালং স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিন ও আটটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে, লামডিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। আপাতত লামডিং-বদরপুর সিঙ্গেল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এদিলে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।লামডিং-এর হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ওই ট্রেনের উদ্ধার কার্য এখনো চলছে। ট্রেন যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত তাঁরা দিবলং স্টেশনে রয়েছেন ।খুব শীগ্রই বিকল্প ট্রেন তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবে।পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে তরফে যাত্রীদের জল খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *