BRAKING NEWS

প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ১৬ অক্টোবর (হি.স.): প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। ওমর আব্দুল্লাহকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডি জোটের অনেক নেতারা। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, এএপি নেতা সঞ্জয় সিং, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি, এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে এবং অন্যান্যরা। জম্মু ও কাশ্মীরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা সাকিনা ইটু, জাভেদ আহমেদ রানা, জাভেদ আহমেদ দার এবং নির্দল বিধায়ক সতীশ শর্মা প্রমুখ। জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা সুরিন্দর কুমার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *