বেঙ্গালুরু, ১৬ অক্টোবর (হি.স.) : বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটির প্রথম দিনে অবিরাম বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি। আম্পায়াররা পরিস্থিতি পরিদর্শনের পর চা বিরতির সময় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
বিসিসিআই জানিয়ে দিয়েছে যদি আবহাওয়া ঠিক থাকে বৃহস্পতিবার খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। আর বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলে টস হবে সকাল ৮.৪৫ মিনিটে। খেলা শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে।