শ্রীনগর, ১৬ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি বলেছেন, দীর্ঘদিন পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হল জম্মু ও কাশ্মীরে। বুধবার মুখ্যমন্ত্রী পদে ওমর আব্দুল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাড়গে। শপথ গ্রহণ শেষে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমি তাঁকে (ওমর আব্দুল্লাহ) অভিনন্দন জানাতে এখানে এসেছি। আমরা খুশি যে আমাদের জোট বন্ধু মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দীর্ঘদিন পর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া নিশ্চিত করবো আমরা।”
2024-10-16