বিজয়া দশমীতে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
বিজয়া দশমীতে রহস্যজনকভাবে নিখোঁজ গান্ধীগ্রামের এক বস্ত্র বিক্রেতা। দুশ্চিন্তায় পরিবার। এয়ারপোর্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার বিজয়া দশমীতে আগরতলায় মালিকদের বকেয়া টাকা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গান্ধীগ্রামের বস্ত্র বিক্রেতা অজয় আচর্জী ওরফে বাপি। দুশ্চিন্তায় পরিবার । এয়ারপোর্ট থানায় মিসিং ডাইরি করা হয় বলে জানান উনার স্ত্রী।

কিন্তু কাকে কাকে টাকা দেবেন, কোথায় দেবেন, কত টাকা নিয়ে  বেরিয়েছিলেন আগরতলার উদ্দেশ্যে সেই বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই। তবে নিখোঁজ অজয় আচার্জীর স্ত্রী জানান আগরতলায় মালিকদের বকেয়া টাকা দিতেই বেরিয়েছিলেন। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনার পরিবার তাকে খুঁজে পেতে পুলিশ এবং জনসাধারণের সহযোগিতার আবেদন করেন।