নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীর দাবিতে ঊপ্তাখালিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও স্বাস্হ্য কর্মী নেই। এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লো ঊপ্তাখালি এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা যায়, এখানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও দুই তিন বছর যাবত কোন ডাক্তার বা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাওয়া যায় না। যারা স্বাস্থ্যকর্মী হিসাবে রয়েছেন তারা তিলথৈ স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক নূন্যতম প্রয়োজনে পাঠিয়ে দিচ্ছে। মানুষ বিতস্রদ্ধ হয়ে স্বাস্থ্য কেন্দ্রে অবরোধ গড়ে তুলে।
তিন ঘন্টা অবরোধ করার পর যখন স্বাস্থ্য বিভাগের কোন কর্মীকে দেখা যায়নি অবশেষে ক্ষুব্ধ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। ধর্মনগর উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের হেড অফিস থেকে জরুরীকালীন ভিত্তিতে একজন মেডিকেল অফিসারকে পাঠানো হয়েছে আপাতত মানুষের ক্ষোভ নিরসনের জন্য।