নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): মাত্র ২২ মাসে দেশের ৮০ শতাংশ জনগণের কাছে ৫জি টেলিকম পরিষেবা পৌঁছে গিয়েছে। সোমবার নতুন দিল্লিতে পঞ্চম গ্লোবাল স্ট্যান্ডার্ড সিম্পোজিয়ামে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে ৫জি পরিষেবা দেশের অর্থনীতিতে সাড়ে চারশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনবে। প্রযুক্তি এবং উদ্ভাবনের বিষয়ে আমূল পরিবর্তনের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। সেই কারণে নীতি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া জানান, এই প্রথম ভারতে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি অনুষ্ঠিত হচ্ছে। একশোর বেশি দেশ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
2024-10-14