ঢাকা ও সাতক্ষীরার মন্দিরে হানা, বাংলাদেশ সরকারকে বার্তা ভারতের

ঢাকা, ১২ অক্টোবর (হি.স.): বাংলাদেশে দুটি নির্দিষ্ট পুজো ও প্রতিমার ঘটনায় শনিবার উদ্বেগ প্রকাশ করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুরনো ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে দুর্গাপূজার একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরি হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে দুর্গাপূজার একটি মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে সোনার মুকুট চুরির ঘটনা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এগুলো দুঃখজনক। গত কয়েকদিন ধরেই এসব ঘটনা আমরা দেখছি।’