জম্মু ও কাশ্মীরে এনসি-র পাশে এএপি, সমর্থনের কথা জানাল কেজরিওয়ালের দল

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জয়লাভ করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কে সমর্থনের কথা জানালো এএপি। শুক্রবার কেজরিওয়ালের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আম আদমি পার্টি জম্মু ও কাশ্মীরে জেকেএনসিকে সমর্থন জানাবে। সমর্থনের চিঠি লেফটেন্যান্ট গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এএপি-এর একজন বিধায়ক রয়েছে।” উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ডোডা বিধানসভা আসনে জয়লাভ করেছে এএপি।