BRAKING NEWS

দ্বিপজয়ের শতরান : রেকর্ড রান করে মিজোরামকে হারিয়ে ত্রিপুরার ১ম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয় পেয়েছে ত্রিপুরা। তাও দুর্বল প্রতিপক্ষ মিজোরামকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। আরেকটা বড় কাজ হয়েছে ত্রিপুরা দলের। এ পর্যন্ত গ্রুপ লীগের খেলায় ত্রিপুরা দল রেকর্ড সংখ্যক রান সংগ্রহ করেছে। খেলা বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ ছেলেদের এক দিবসীয় ভিনু মানকড় ট্রফি ক্রিকেট আসর। ‌ জয়পুরে ডক্টর সোনি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে মিজোরাম প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রাজ্য দল নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে। ‌দলের পক্ষে অধিনায়ক দ্বীপজয় দেবের ১১৬ রান বেশ উল্লেখযোগ্য। দ্বীপজয় ৯২ বল খেলে ১৫টি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৬ রান সংগ্রহ করে। তনয় মন্ডলের অপরাজিত ৯৯ রান সত্যিই আফসোস রেখে দিয়েছে এক রানের জন্য শতরান করতে না পেরে। অর্কজিতের অপরাজিত ৩৯ রানও উল্লেখ করার মতো। পাল্টা ব্যাট করতে নেমে মিজোরাম ৩৯ ওভার খেলে ১৪২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সেমাইলা দলের পক্ষে সর্বাধিক ঊনপঞ্চাশ রান পায়। ত্রিপুরা দলের বোলার অর্কজিত রায় ১৭ রানে তিনটি এবং তনয় মন্ডল ও রাহুল সূত্রধর দুটি করে উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে রিয়াজ হোসেন ও রোহন বিশ্বাস। গ্রুপের অপর খেলায় পাঞ্জাব ৭ উইকেট এর ব্যবধানে জম্মু-কাশ্মীরকে এবং তামিলনাড়ু ৮ উইকেটের ব্যবধানে উড়িষ্যা কে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *