নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: সারা রাজ্যে দুর্গাপূজার সংখ্যা এবারে ২৬২৬ টি। এরমধ্যে শহর এলাকার পূজা হচ্ছে ৮৭৮টি এবং গ্রামীণ এলাকায় মোট পূজা হচ্ছে ১৭৪৮টি। এবছর সারা রাজ্যে মোট ২১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। পশ্চিম জেলায় পুলিশ সহায়তা কেন্দ্র হচ্ছে ৭৭টি। সারা রাজ্যে সিসিটিভি বসানো হচ্ছে ২০৩টি। পশ্চিম জেলায় বসানো হচ্ছে ৪০ টি।
বুধবার থেকেই সমস্ত পূজা মন্ডপ প্রাঙ্গনে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী শহরে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ নো এন্ট্রি থাকবে। বিকাল ৫ টা থেকে রাত ১ টা পর্যন্ত শহরে নো এন্ট্রি থাকবে।
যদিও রাজ্যে ঘটে যাওয়া বন্যার প্রভাবে এবারের দুর্গোৎসব কিছুটা হলেও ম্লান। বিশেষ করে বিভিন্ন বন্যা প্লাবিত এলাকাগুলিতে এই প্রভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। গণ্ডাছড়াতেও এইবছর দুর্গাপূজার নেই বললেই চলে।
তবে রাজধানীতে পূজার আনন্দ অনেকটাই পরিলক্ষিত হচ্ছে। পুর নিগমের গাইডলাইন দেওয়া হয়েছে দুর্গাপূজার জন্য। যেখানে উঁচু আওয়াজে মাইক বাজানো এবং ডিজে বাজানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী ১৪ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদোৎসবের সমাপ্তি হবে। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ আধিকারিকরাও কড়া নজরদারি রাখছেন।