আগরতলা, ৮ অক্টোবর: শারদীয়া দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সান্তনা চাকমা, প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা দেব সরকার, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।
তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে আমি তেলেঙ্গানার রাজ্যপাল। কিন্তু ত্রিপুরার ছেলে হওয়ায় দূর্গাপুজোয় আসবো না সেটা অসম্ভব। দুর্গা পুজো জাতি জনজাতি সবার কাছে একটা আলাদা আবেগ ও অনুভূতি। সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দেবীর আগমনের।এদিন তিনি আরও বলেন, মায়ের কাছে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করবো এবং রাজ্যে সমৃদ্ধির যেন আসে।
এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের উৎসব হল শারদীয় দূর্গাপূজো। রাজ্যবাসীকে শারদীয়া দূর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি, মায়ের কাছে প্রার্থনা করব আগামী দিনগুলো ত্রিপুরায় শান্তি সম্প্রতি বজায় থাকুন।
এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দূর্গোৎসব ত্রিপুরাবাসী সর্ববৃহৎ উৎসব হিসেবে পালন করে থাকেন। কারণ, এই উৎসবে সর্ব ধর্মের মানুষ সামিল হন। শারদীয়া দূর্গাপুজায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলায় এবছরের দুর্গাপূজো একটু আলাদা। কারণ, কিছুদিন আগে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাংশ জনগন। রাজ্য সরকার দূর্গতদের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি দেওয়ার চেষ্টা করছে সরকার।
শারদীয়া দূর্গাপুজায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বলেন, বহুল প্রচলিত ও জনপ্রিয় ধারণা অনুযায়ী, রাবণকে পরাজিত করার জন্য রাম শরৎকালে দুর্গার আবাহন করেন। যদিও ঐতিহ্যগত ভাবে বসন্ত কালে দুর্গাপুজো হয়। এককথায়, অশুভ শক্তিকে দমন করার জন্য রাম শরৎকালে দুর্গাপুজো করেছিলেন। তাই এবছর দুর্গাপুজোয় ত্রিপুরা থেকে অশুভ শক্তি দমন হোক এটাই কামনা করব। কারণ, রাজ্যে এখন ড্রাগস অশুভ শক্তি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, সকল রাজ্যবাসী আনন্দে মেতে উঠুক।
শারদীয়া দূর্গাপুজায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দূর্গোৎসব আপমর বাঙালীর কাছে বৃহত্তর উৎসব। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরের পূজো একটু ব্যতিক্রমী। কারণ, কিছুদিন আগে ভয়াবহ বন্যায় ত্রিপুরা ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তিনটি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বন্যায় দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত ক্লাব সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন।
শারদীয়া দূর্গাপুজায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী সাত্ত্বনা চাকমা। এবছরের পূজো যে প্রত্যেকের ভালো কাটে সেই কামনা করব। এদিন বিধায়িকা অন্তরা দেব সরকার, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা আপামর রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।