হরিয়ানায় জয়ের পথে বিজেপি, আগরতলায় বিপ্লবের অনুগামীদের জয়ের উল্লাস

আগরতলা, ৮ অক্টোবর: হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের ব্যবধানে জয়ী হতে চলেছে। তাই হরিয়ানায় নির্বাচনী প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত নিবাসের সামনে কার্যকর্তারা জয়ের আনন্দে মেতে উঠেছেন। এদিন তাঁরা সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক দলীয় কার্যকর্তা বলেন, ত্রিপুরার অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ হরিয়ানায় বিজেপির বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তাই হরিয়ানার নিবার্চনী প্রভারীর বাসভবনের সামনে জয়ের আনন্দে মেতে উঠেছে কর্মী সর্মথকরা।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরার থেকে দলের কয়েকজন কর্মী সমর্থকরা হরিয়ানা সফরে গিয়েছিলেন। তখন বোঝা গিয়েছে হরিয়ানার প্রত্যেক মানুষের মধ্যে সাংসদ বিপ্লব কুমার দেব বাস করছেন। বিপ্লব দেব নির্বাচনী প্রভারী আছেন মানে হরিয়ানায় সরকার পরিবর্তন হবে।