অসুস্থতার ভুয়ো খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা রতন টাটার

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): সোমবার হঠাৎ করেই একটি উড়ো খবরে সচকিত হয়ে ওঠে দেশবাসী। খবর ছড়িয়ে পড়ে, অসুস্থ শরীর নিয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন রতন টাটা। এমনকী তাঁর অবস্থা সংকটজনক বলেও দাবি করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙে সকলের। কারণ টাটা কর্তা নিজেই জানিয়ে দেন, পুরো বিষয়টিই গুজব।

এদিন রতন টাটা সোশ্যাল মিডিয়ায় বলেন, আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। কিন্তু আমি সকলকে জানাতে চাই যে, এই খবরগুলি ভুয়ো। বর্তমানে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। আমি সুস্থ রয়েছি। জনগণ এবং সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।