ডিফু (অসম), ৭ অক্টোবর (হি.স.) : প্রয়াত কারবি আংলং স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিতকুমার দে। আজ সোমবার বেঙ্গালুরুতে বিজেপি নেতা অজিত কুমার দের মৃত্যু হয়েছে। হার্টের অস্ত্রোপচার করাতে গিয়ে বেঙ্গালরু থেকে আর স্বগৃহে ফেরা হলো না অজিতবাবুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি সহ অসংখ্য গুণমুগ্ধ।
কারবি পাহাড়ের জনপ্রিয় তথা বরিষ্ঠ বিজেপি নেতা মৃদভাষী অতি নম্র ও ভদ্র স্বভাবের অজিত দের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিশেষ করে কারব আংলং জেলার বঙ্গভাষীরা নিজেদের একজন অভিভাবক হারানোর শোকে মুহ্যমান।
উল্লেখ্য কংগ্রেস আমলে কারবি আংলং জেলা বিজেপির উপ-সভাপতির দায়িত্ব নিয়ে কারবি পাহাড়ে দলের খুঁটি গড়তে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রয়াত অজিত কুমার দে। ২০২২ সালে বিজেপির টিকিটে হাওরাঘাট পরিষদীয় আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে কারবি আংলং স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ পদে বসেন তিনি। এর আগে ২০১৭ সালে তিনি পরিষদের মনোনীত সদস্য হিসেবেও কার্য নির্বাহ করেছিলেন। তিনি একজন সমাজকর্মী হিসেবে সবার কাছে অতি পরিচিত থাকার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন অজিত দে।
অজিতকুমার দের মৃত্যুতে হাওরাঘাট, ডিফু সহ সমগ্র জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ও সাংসদ অমরসিং তিসু গভীর শোক ব্যক্ত করে প্রয়াতের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

