গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সহ অসমের বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচনে লাগাতার সাফল্য অর্জন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এবার গুয়াহাটির প্ৰাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের ছাত্ৰ সংসদ নিৰ্বাচনেও বিশাল জয় হয়েছে এবিভিপির।
গুয়াহাটির প্ৰাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিদ্যাৰ্থী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট আটটি পদ ছিনিয়ে নিয়েছে। সভাপতি পদে আলতাফ হুসেন, সাধারণ সম্পাদক পদে ভাৰ্গব রাজবংশী, সহ-সাধারণ সম্পাদক পদে ঋত্বিক কলিতা বিজয়ী হয়েছেন। এছাড়া এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে ক্ৰিকেট সম্পাদক পদে উদীপ্ত ডেকা, বিতৰ্ক ও অধ্যয়নচক্ৰ পদে জ্ঞানদ্বীপ শৰ্মা, সাংস্কৃতিক সম্পাদক পদে ঈস্পিতা বরুয়া, জিম সম্পাদক পদে অনুজ মাহাতো, সমাজ সেবা বিভাগের সম্পাদক পদে প্ৰিংকল ছেত্ৰী।
ফলাফল ঘোষণার পর গুয়াহাটি মহাবিদ্যালয়ের বিদ্যাৰ্থী পরিষদের কাৰ্যকৰ্তারা বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের করেন। মিছিলে মহাবিদ্যালয়ের তিন শতাধিক ছাত্ৰছাত্ৰী এবং পরিষদের কাৰ্যকৰ্তারা পা মিলিয়েছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ সংসদ নির্বাচনে এবার প্রথম বিশাল জয় লাভ করেছে এবিভিপি। গত ২৬ সেপ্টেম্বর ঘোষিত ফলাফলে ছাত্র সংসদের সভাপতি পদে মানসপ্ৰতীম কলিতা, সাহিত্য সম্পাদক পদে প্ৰাণজিৎ কোচ, কমনরুম সম্পাদক পদে বিনোদ বড়ো জয়ী হয়েছেন। বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ সংসদের নির্বাচনে আসু সহ অন্য ছাত্ৰ সংগঠনের নিদিষ্ট ছাত্ৰরা এবিভিপি সদস্যদের ওপর হামলা চালাত। গুরুত্বপূর্ণ কোনও পদে জয়ী হতে পারতেন না বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ সমাজ বিদ্যাৰ্থী পরিষদের প্ৰাৰ্থীকে সভাপতি পদে জয়ী করে ওই সব হামলা-হুজ্জতির উপযুক্ত বাৰ্তা দিয়েছেন, বলেছেন অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের অসম প্ৰদেশ সম্পাদক হ্যারল্ড মহন।
এদিকে, গতকাল ধুবড়ির বিএন কলেজের ছাত্ৰ সংসদের নিৰ্বাচনে কয়েকটি পদে জয়ী হয়েছেন অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের প্রার্থীরা। ছাত্ৰ সংসদের সাধারণ সম্পাদক, সহ-সাধাণ সম্পাদক সহ মোট সাতটি পদে এবিভিপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
অন্যদিকে গত শনিবার গুয়াহাটি মহাবিদ্যালয়ের ছাত্ৰ সংসদের নিৰ্বাচনেও বিশাল জয় পেয়েছে এবিভিপি। এই নিৰ্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট সাতটি পদে জয়ী হয়েছেন এবিভিপি সমর্থিত প্রার্থীরা। সভাপতি পদে সুমিত দাস, সাধারণ সম্পাদক পদে কঙ্কন নাথ, ম্যাগাজিন সম্পাদক পদে তৃষ্ণাশ্ৰী বৰ্মণ, সাংস্কৃতিক সম্পাদক পদে মেঘারানি হাজং, ক্ৰীড়া সম্পাদক পদে ধৰ্মেন্দ্ৰ শৰ্মা, ছাত্ৰী কমনরুম সম্পাদক পদে মরমী বড়ো, ছাত্ৰ কমনরুম পদে রাজ দাস বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এছাড়া গত ১৯ সেপ্টেম্বর এলসিবি কলেজ ছাত্ৰ সংসদ নিৰ্বাচনে অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের বিপুল জয় হয়েছে। সভাপতি পদে শিখামণি দাস, উপ-সভাপতি পদে কৌশিক শৰ্মা, সাধারণ সম্পাদক পদে কঙ্কনজ্যোতি মেধি, সহ-সাধারণ সম্পাদক নয়নজ্যোতি ডেকা, ছাত্ৰ কমনরুম সম্পাদক পদে ঋতুরাজ বড়ো, ছাত্ৰী কমনরুম সম্পাদক পদে ময়ূরী ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে গীতি বিকাশ বরঠাকুর এবং সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন পায়েল দেবী।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের নিরবচ্ছিন্ন জয়ের ধারা প্রসঙ্গে ছাত্র সংগঠনের অসম প্ৰদেশ সম্পাদক হ্যারল্ড মহন বলেন, এ মুহূর্তে বিদ্যাৰ্থী পরিষদ হচ্ছে সমগ্ৰ অসমের সবচেয়ে জনপ্ৰিয় ছাত্ৰ সংগঠন। অসমে সংগঠনের সদস্য সংখ্যা আজ ৯৬ হাজার অতিক্রম করেছে। খুব শীঘ্র এক লক্ষ অতিক্ৰম করবে সদস্য সংখ্যা। তিনি বলেন, বিদ্যাৰ্থী পরিষদের কার্যকর্তারা সংগঠনের মূল মন্ত্ৰ জ্ঞান, চরিত্ৰ ও একতার ওপর সমৰ্পিত।

