ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের হারের মুখ দেখলো ত্রিপুরার মেয়েরা। ব্যাটিং বিপর্যয়ের ঘেরাটোপ থেকে ত্রিপুরার মেয়েরা যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। রাজস্থান দল ৬১ রানের বড় ব্যবধানে ত্রিপুরাকে পরাজিত করে পুরো চার পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। চন্ডিগড়ে আয়োজিত ই গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলায় টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রাজস্থানী মেয়েরা সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার পার্বতী, মাহি শেঠ ও ময়না সাইওল প্রত্যেকের ২০ করে রান এবং অঞ্জলি জাঠ-এর অপরাজিত ১০ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত ১৭ রান তাদের অনেকটা সাহায্য করেছে। ত্রিপুরা দলের বোলার তানিয়া দেব ১০ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, গিয়া মন্ডল ও অন্ত রাণী নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরার মেয়েরা ১৩ ওভার খেলে ৪৫ রান সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দিয়া মন্ডল সর্বাধিক ১৫ রান পায়। এছাড়া, অতিরিক্ত খাতে প্রাপ্ত ১৩ রানের সৌজন্যে রাজ্য দলের স্কোর ৪৫ হয়েছে। রাজস্থান দলের বোলার পার্ল বামনাওয়াত পাঁচ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া তনিকা শর্মা, রুতবা চৌধুরী, সোনম সাইনি, ময়না সাইওল ও অনুষ্কা গুপ্তা পেয়েছে একটি করে উইকেট। এদিকে, গ্রুপ লিগের অন্য খেলায় বাংলা টানা চতুর্থ জয় পেয়েছে ঝাড়খণ্ডকে ২২ রানের ব্যবধানে হারিয়ে। বাংলা ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করলে জবাবে ঝাড়খণ্ড ৯ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করতেই ২০ ওভার ফুরিয়ে যায়। অপর খেলায় উত্তরপ্রদেশ ১০ উইকেটের ব্যবধানে অরুনাচল প্রদেশকে পরাজিত করেছে। অরুনাচল প্রদেশ ২০ ওভারে পাঁচ উইকেটে ৫৬ রান সংগ্রহ করলে জবাবে উত্তর প্রদেশ ৭.৪ ওভার খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।
2024-10-06