ক্রীড়া প্রতিনিধি আগরতলা। রাজ্য ক্রীড়া পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের পরেও অব্যাহত রয়েছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত উন্মুক্ত পুরুষদের লিগ ভলিবল টুর্নামেন্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই চলছে এই টুর্নামেন্টে। ক্রীড়া পর্ষদের অসহযোগিতায় ষড়যন্ত্রমূলকভাবে উমাকান্ত একাডেমির ভলিবল কোর্ট থেকে চলতে এই টুর্নামেন্টটি হস্তান্তর করে এখন চলছে এমবিবি কলেজ মাঠে। টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। তাতে দিনের প্রথম ম্যাচটি ছিল হান্টার বনাম এমবিবি কলেজের মধ্যে। কিন্তু এই ম্যাচে এমবিবি কলেজ দল অনুপস্থিত থাকায় ওয়াকওভার পেল হান্টার। বিনা লড়াইয়ে প্রথম ম্যাচে হান্টার পয়েন্ট পেলে যথারীতি ভাবেই অনুষ্ঠিত হয় এদিন দিনের দ্বিতীয় ম্যাচটি। তাতে অংশ নেয় জুটমিল প্লে সেন্টার ও ইকফাই বি। দুইদলের এই ম্যাচে ইকফাই বি ২-০ সেটে (২৫-১৭,২৫-১৯) পরাজিত করে জুট মিলকে। আগামীকাল কোন ম্যাচ নেই। সুচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। তাতে প্রথম ম্যাচে অংশ নেবে জুটমিল ও বরক ইউনাইটেড। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ত্রিপুরা পুলিশ ও ইকফাই এ।