রবিবার দিল্লি সফরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী

রায়পুর, ৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রবিবার দিল্লি সফরে যাবেন।  নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী এদিন সন্ধ্যা ৭টায় রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে বিমানে রওনা হবেন এবং রাত ৮.৪০ মিনিটে দিল্লি পৌঁছাবেন। তিনি রাতে দিল্লিতেই থাকবেন বলে জানা গেছে।