ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আবারও পরাজয় ত্রিপুরার। লাগাতর দ্বিতীয় হার। এবার হারলো তামিলনাড়ুর কাছে। তাও ৯ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরের কাছে এক উইকেটে হারের পর মনে হয়েছিল দ্বিতীয় ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। কিন্তু কোথায় কি? মাত্র ১৩৫ সনে ত্রিপুরার ইনিংস গুটিয়ে যাবে সেটা কিন্তু অনেকেই ভাবেননি। তাও প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে। ভিনু মানকড় ট্রফি অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট। জয়পুরে ড. সোনি স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে তামিলনাড়ু প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ত্রিপুরার ছেলেরা ৪৪.২ ওভার খেলে ১৩৫ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অর্কজিৎ রায় সর্বাধিক ৪০ রান পায়। এছাড়া, অভীক পাল ও দেবাংশু দত্ত দুজনেই ২২ করে রান করে। তনয় মন্ডলের ১৩ রানও কিছুটা উল্লেখ করার মতো। তামিলনাড়ুর প্রণব রাঘবেন্দ্র এবং দীপেশ তিনটি করে, থাসিস কান্নান দুইটি, প্রবীণ ও কিশোর একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে তামিলনাড়ুর ছেলেরা বেশ দাপটের সঙ্গে ২০.৪ ওভার খেলে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার নবীন এবং অভিনব কান্নান জুটি দায়িত্বপূর্ণ ব্যাট চালিয়ে দলের জন্য জয় এনে দেয়। রিয়াদ হোসেনের বলে বিনীত ব্যক্তিগত ৩০ রানে আয়ুষ দেবনাথের হাতে কট আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেও নবীন ৭১ রানে এবং অভিনব ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। গ্রুপ লীগের অন্য খেলায় পাঞ্জাব ৫ উইকেটের ব্যবধানে উড়িষ্যা কে পরাজিত করে। উড়িষ্যা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করলে জবাবে পাঞ্জাব ৩১.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অপর খেলায় জম্মু-কাশ্মীরও জয়ের ধারা অব্যাহত রাখে মিজোরামকে ১৪৪ রানে হারিয়ে। জম্মু-কাশ্মীর ৪৮.৫ ওভারে ২৮০ রান সংগ্রহ করলে মিজোরামের ইনিংস গুটিয়ে যায় ১৩৪ রানে।