নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিন উপলক্ষে কমলপুর বিজেপি মন্ডল সেবা পাক্ষিক কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান পালন করা হয়।
বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন কমলপুর বিজেপি মন্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, নগরের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ সহ বিজেপি মন্ডলের কার্যকর্তারা।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিন কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান সমাপ্ত করে কমলপুর বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীজীর ১৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপি দলের সেবা প্রাক্ষিক কর্মসূচির মধ্যে দিয়ে আজ কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযান করছি জনগনকে সজাগ করার জন্য। সবাই যদি আরো সজাগ হয় তবে আমাদের পরিবেশ নির্মূল হবে।