নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ অক্টোবর: বুধবার কৈলাসহরের পাইতুরবাজার মহাদেব বাড়িতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়।
আজ মহালয়ার পূণ্যলগ্নে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে সামনে রেখে পাইতুরবাজার মহাদেব বাড়িতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান করা হয়। এতে ভারতীয় জনতা পার্টি মন্ডল কমিটির সভাপতি সিদ্ধার্থ দত্ত, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধার্থ রায় সহ এলাকার সমস্ত কার্যকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন।
এদিন সবাই মিলে পাইতুরবাজার মহাদেব বাড়িতে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়। এদিন দলীয় নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। বিজেপির সেবা পক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে এই স্বচ্ছ ভারত অভিযান সংগৃহীত করা হয়েছে বলেও তারা জানিয়েছেন। আগামী দিনগুলিতেও এধরনের অভিযান সংঘটিত করা হবে বলে তারা জানান।