নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লিতে ‘জামাইকা মার্গ’-এর ঘোষণা করেছেন। একইসঙ্গে আশা ব্যক্ত করে বলেছেন, “ভারত-জামাইকান সম্পর্ক উসাইন বোল্টের চেয়েও দ্রুত বাড়বে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উভয়ের দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। পরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা দিল্লিতে জামাইকা হাইকমিশনের সামনের রাস্তার নাম ‘জামাইকা মার্গ’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ভারত এবং জামাইকা বিশাল সমুদ্র দ্বারা আলাদা হতে পারে, কিন্তু আমাদের মানুষ, আমাদের সংস্কৃতি এবং আমাদের ইতিহাস একে অপরের সঙ্গে যুক্ত। প্রায় ১৮০ বছর আগে যারা ভারত থেকে জামাইকা গিয়েছিলেন তারা আমাদের সম্পর্কের একটি শক্তিশালী ভিত স্থাপন করেছিল। প্রায় ৭০ হাজার ভারতীয় বংশোদ্ভূত মানুষ যারা জামাইকাকে নিজেদের বাড়ি বলে মনে করেন তারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত উদাহরণ।
2024-10-01