ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় এগিয়ে চল সংঘের। ড্র-এর জুজু কাটিয়ে একেবারে চার গোলে দারুন জয়। তাও প্রথম ম্যাচে চার-তিন গোলে জয় পেয়ে সুপার লিগের শীর্ষে থাকা দল লাল বাহাদুর ব্যায়ামাগার কে হারিয়ে। এই জয়ের সুবাদে এগিয়ে চল সংঘ কিন্তু একেবারে শীর্ষে উঠে এসেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ফুটবল আসরের সুপার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে এগিয়ে চল সংঘ ৪-০ গোলের ব্যবধানে লাল বাহাদুর কে পরাজিত করেছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে চলো সংঘ অনেকটা প্রাধান্য বজায় রেখে খেলেছে। ফলস্বরূপ খেলার দুই অর্ধে দুটি করে চার গোলে এগিয়ে চল সংঘের দুর্দান্ত জয় সুপার লিগে লাল বাহাদুর কে টপকে যাওয়ার পাশাপাশি লিগ পর্যায়ে একমাত্র পরাজয়ের মোক্ষম জবাব হয়েছে। গোলের শুরু খেলার ১৪ মিনিটের মাথায়, সত্যম শর্মার পা থেকে। দশ মিনিট বাদে শ্যাম কুমার আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই শূন্য করে নেয়। পক্ষান্তরে লাল বাহাদুরের রক্ষণভাগ ভেঙ্গে যাওয়ার মতো আক্রমণ ভাগের খেলোয়াড়রাও গোল পরিশোধের সুযোগ করে উঠতে পারিনি। উপরন্তু দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় এগিয়ে চল সংঘের এল মিলন সিং আরও একটি গোল করলে ব্যবধান ৩-০ হওয়ার পাশাপাশি জয়ের লক্ষ্যে এগিয়ে চল অনেকটা এগিয়ে যায়। শেষ মুহূর্তে, ইনজুরি টাইমে স্যামসন সালাম আরেকটি গোল করলে এগিয়ে চল-র পক্ষে গোল ব্যবধান ৪-০ তে চূড়ান্ত হয়। উল্লেখ্য, গোল না করলেও দারুণ খেলার সুবাদে এগিয়ে চল সংঘের সবাত জমাতিয়াকে প্লেয়ার অফ দা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। এদিকে মাথা গরম করে খেলার কারণে তথা খেলায় অসদাচরণের দায়ে রেফারী লাল বাহাদুরের শাসন কুমার জমাতিয়াকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এছাড়া, লাল মোয়ানা, লালমোয়ান পুইয়া, লালমাই জোয়ালা, বেঞ্জামিন লাল প্যাকশান এবং এগিয়ে চল-র স্যামসান সালামকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি নিজাম তামুলারি, বিপ্লব সিংহ, পল্লব চক্রবর্তী ও তাপস দেবনাথ।