আশ্বিনেও গরমে নাজেহাল শহরবাসী, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

কলকাতা, ১ অক্টোবর (হি.স.): আশ্বিনেও তীব্র গরমে নাজেহাল শহরবাসী। আংশিক মেঘলার জেরে অস্বস্তিকর আবহাওয়া, সঙ্গে গুমোট গরম। আর তাতেই অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। মঙ্গলবারও শহরের আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। তবে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি হয়েছে।