কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে আরও ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা, ধন্যবাদ মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এসডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফের অগ্রিম বরাদ্দ থেকে আরও ২৫ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এাডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ-র অগ্রিম বরাদ্দ থেকে আরো ২৫ কোটি টাকা রাজ্যকে দেওয়ার হয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করছি।

এদিন তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতায় অত্যন্ত দ্রুততার সাথে এই অনাহুত বিপর্যয়ে ক্ষতি সারিয়ে ত্রিপুরা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।