২০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভীত্তিতে একবাড়িতে অভিযান চালিয়ে ১২০০ ফেনসিডিল এবং ৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণের ২ নং ওয়ার্ডের বাসিন্দা জুলেশ মৈশানের বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০০ ফেনসিডিল এবং ৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে।

তিনি আরো জানিয়েছেন, কিন্তু ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাড়ির মালিক জুলেশ মৈশান । তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।