দক্ষিণ জেলার আটটি এডিসি ভিলেজের মোট ৫৯টি গ্রামে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান প্রকল্প বাস্তবায়িত হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ সেপ্টেম্বর: বুধবার প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন জেলা শাসক স্মিতা মল এমএস।  সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, নতুন প্রকল্প প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান। জনজাতি এলাকাগুলোতে এই প্রজেক্টে কাজ শুরু হবে।

দক্ষিণ জেলার আটটি এডিসি ভিলেজের মোট ৫৯টি পিছিয়ে পড়া গ্ৰামে এই প্রজেক্টে কাজ শুরু হবে বলে চিহ্নিত করা হয় বলে জানান জেলার মধ্যে রাজনগরে আরডি ব্লকের দুটি , ঋষ্যমুখ আরডি ব্লকের পাঁচটি , ভারতচন্দ্র নগর আরডি ব্লকের দুটি, জোলাইবাড়ি আরডি ব্লকের নয়টি ,বোকাফা আরডি ব্লকের চৌদ্দটি, সাত চাঁদ আরডি ব্লকের এগারোটি, রুপাইছড়ি আরডি ব্লকের পনেরটি, কোয়াইফাং আরডি ব্লকের একটি পিছিয়ে পড়া এডিসি ভিলেজে এই নতূন প্রজেক্ট নিয়ে কাজ হবে জানান জেলা শাসক।

তিনি আরো বলেন, পঞ্চাশ শতাংশের উপরে জনজাতি সংখ্যা যেখানে হবে সেখানে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান হবে। ১.০৪ লক্ষ জনজাতি এই প্রজেক্টের আওতায় আনা হয়েছে। পিছিয়ে পড়া এডিসি ভিলেজ গুলোকে আর্থ সামাজিক বিকাশের উন্নতি ঘটাতে এই প্রজেক্ট। এই প্রজেক্টে চারটি মুল লক্ষ্য নিয়ে কাজ করার জন্য চেষ্টা হবে প্রথমত পিছিয়ে পড়া এডিসি ভিলেজের জনজাতিদের সামাজিক পরিকাঠামো গড়ে তোলা এরমধ্যে বাসস্থান, যোগাযোগ, পানীয় জলের বন্দোবস্ত, বিদ্যুৎ সংযোগ, অঙ্গনওয়াড়ি ও বিদ্যালয় গড়ে তোলা দ্বিতীয়ত পিছিয়ে পড়া জনজাতি ভিলেজ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে হাট বাজার, মৎস্য চাষ, এগ্ৰিকালচার, হটি কালচারের উপর জোর দেওয়া হবে, তৃতীয় ও চতুর্থ স্বাস্থ্য, শিক্ষার বিকাশ ঘটাবে এই প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করা হবে বলে জানান জেলা শাসক।

জেলা শাসক ছাড়াও এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ জেলা অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *