রাঁচি, ২০ সেপ্টেম্বর (হি.স.): রাঁচির নামকুমে অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হায়ার এগ্রিকালচারাল প্রসেসিং-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শতবর্ষ উদযাপনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রদর্শনী ঘুরে দেখেন।
দ্রৌপদী মুর্মু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ প্রমুখ। এসময় ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। রাষ্ট্রপতির বক্তব্য শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা কৃষকরা নামকুমে আসেন।