নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বন্যায় সাধারণ মানুষের সাহায্য করতে গিয়ে বিষাক্ত কোন প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল জাহিরউদ্দিনের। তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
গত ৮ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল জহিরুদ্দিনের। উল্লেখ্য, বর্তমান ভয়াবহ বন্যার জেরে সাধারণ মানুষ যখন খুবই খারাপ সময়ে ছিলেন তখন সোনামুড়ার কাঠালিয়া ব্লকের জহিরুদ্দিন এলাকার বন্যা পীড়িত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তখনই বিষাক্ত কিছু জলের মধ্যে তাকে কামড় দেয়। তিনি প্রাথমিক চিকিৎসা নিলেও ধীরে ধীরে তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে ২৭শে আগস্ট সোনামুড়া সিএইচসি-তে আনা হয় এবং সেখান থেকে প্রথমে মেলাঘর এসডিএইচ-এ স্থানান্তরিত করা হয় এবং অবশেষে আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসকদের চেষ্টার পর তার অবস্থার পর আই এল এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত জহিরুদ্দিন তার স্ত্রী সামসুর নাহার এবং দুই নাবালক সন্তানকে রেখে গেছেন। অবিলম্বে নাহিরুদ্দনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি লেখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।