নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য পালের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।
এদিন কংগ্রেস নেতৃত্বরা বলেন, বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনসহ কংগ্রেসের বাকি বিধায়কেরা অভিযোগ করেছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতি রয়েছে। এ বিষয়ে বিশদ আলোচনাও হয়েছে বিধানসভায়। এমনকি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সম্পত্তির সততাও স্বীকার করেছেন বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা।
কিন্তু ২০২৩ সালে নির্বাচনের সময় বিকাশ দেববর্মা তার সম্পত্তির উল্লেখ করেননি এফিডেভিডে। এমনই দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা। তাই এই বিষয়টি বিবেচনা করে তদন্তের জন্য এদিন রাজ্যপালের কাছে দাবি জানান কংগ্রেস নেতৃত্বরা।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা সহ অন্যান্যরা।