পশ্চিম সিংভূম, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের চাইবাসায় নকশালদের পাতা আইইডি বিস্ফোরণে ২০৯ কোবরা ব্যাটালিয়নের একজন জওয়ান আহত হয়েছেন। জানা গেছে, জরাইকেলা থানা এলাকার কুলাপাবুরুতে আইইডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিষয়ে জানিয়েছেন চাইবাসার এসপি আশুতোষ শেখর। তিনি জানান যে, নকশালদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই বিস্ফোরণ হয়। সেই জন্যই জওয়ানদের ক্ষতি করার উদ্দেশ্যে এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে একজন জওয়ান আহত হয়েছেন। উন্নতমানের চিকিৎসার জন্য তাঁকে রাঁচিতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
2024-09-19