ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন সাফল্য পশ্চিম জেলা দলের। অনূর্ধ্ব ১৯ বালকদের বিভাগে পশ্চিম জেলা দলের অনিমেষ দে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পেয়েছে। বুধবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মূল প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়েছে আজ, বৃহস্পতিবার। বুধবার থেকে পানিসাগরে অবস্থিত রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশন কমপ্লেক্সস্থিত ড. অরুণাভ রায় সিনথেটিক গ্রাউন্ডে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকাদের বিভাগের রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতা ২০২৪-২৫। বুধবার বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি নিখিল সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উত্তর জেলা অধিকর্তা বিভাবসু গোস্বামী প্রমুখ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেশ কটি ইভেন্টের ফাইনাল পর্যায়ের প্রতিযোগিতা আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
2024-09-19