নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর: সারাদেশের সঙ্গে বামুটিয়া ব্লকে পশ্চিম জেলা পরিষদের উদ্যোগে এক প্যার মা কা নাম এবং গৃহে প্রবেশ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, উপস্থিত ছিলেন প্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ রাঠোর, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, বামুটিয়া ব্লকের চেয়ারপারসন, দীপক কুমার সিনহা, বামুটিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতাভ ভট্টাচার্য সহ বিভিন্ন আধিকারিকগণ ও জনপ্রতিনিধিগণ।
গ্রামোন্নয়ন দপ্তরের সচিব বলেন, দেশের প্রধানমন্ত্রী ঘোষিত সারা দেশে তিন কোটি ঘরের মধ্যে বামুটিয়া ব্লক এ অনেক ঘর আসবে তবে পুরনো ঘর প্রাপকরা ঘরের কাজ শেষ না করাতে নতুন করে ঘর দিতে অসুবিধা হচ্ছে। জনপ্রতিনিধিরা পুরনো ঘরগুলি কাজ শেষ করে নতুন ঘর যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে আহ্বান জানান। ঘরের নতুন সার্ভে করা হবে।
নতুন সার্ভে করা হলে কেউ যেন বাদ না যায় সেই ব্যবস্থা করতে হবে। পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৪ তম জন্মজয়ন্তী পালন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ বৃক্ষরোপন কর্মসূচি পালনের উপর জোর দেন।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সবাইকে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত তৈরি করার কর্মসূচি কে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে বলাই গোস্বামী বলেন পূর্ববর্তী সরকার সার্ভের নামে দলীয়করণ করা হয়েছিল তাই পঞ্চায়েত সদস্য সহ সবাই এগিয়ে এসে ঘরের জন্য নতুন সার্ভে করতে হবে। এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া হিসেবে গড়ে তুলতে হবে।
স্বচ্ছতা হি সেবা কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের গৃহ প্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিল লক্ষণীয়।